মামলা পুনর্তদন্তে খন্দকার মোশাররফের আবেদন খারিজ

দুর্নীতির এক মামলা পুনর্তদন্ত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের করা আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 08:38 AM
Updated : 9 Jan 2018, 08:38 AM

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন খুরশিদ আলম খান; খন্দকার মোশাররফের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

আবেদনে খন্দকার মোশাররফ যুক্তি দেখিয়েছিলেন, মামলার অভিযোগপত্র সঠিক প্রক্রিয়ায় হয়নি, যেসব সম্পত্তির কথা বলা হয়েছে, তা তার নামে নেই।”

খুরশিদ আলম সাংবাদিকদের বলেন, “তার ওই আবেদনটি বিচারিক আদালতে খারিজ হলে হাই কোর্টে এসে রিভিশন আবেদন করেন তিনি, যা আজ খারিজ হয়ে গেল।”

দুদকের করা এই মামলায় আগামী ১৬ জানুয়ারি বিচারিক আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য রয়েছে বলে জানান খুরশিদ আলম।