বিএনপির বিজয় র‌্যালি ঘিরে পুলিশের ব্যাপক নিরাপত্তা

বিজয় দিবস উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 08:35 AM
Updated : 17 Dec 2017, 11:55 AM

রোববার বেলা আড়াইটার পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে শান্তিনগরে শেষ হবে।

পল্টন থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহীদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনারা (বিএনপি নেতারা) বলেছেন, শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করবেন। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই কর্মসূচিকে কেন্দ্র করে রোববার সকাল থেকে নাইটেঙ্গেল মোড়ে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও  একটি জলকামান মোতায়েন থাকতে দেখা যায়। বিএনপি কার্যালয়ের উত্তর পাশের রাস্তায় ছিল আরও একটি এপিসি ও জলকামান।

বিএনপির পার্টি অফিসের সামনের রাস্তায় দেখা যায় একটি প্রিজনভ্যান। রাস্তার উভয় পাশে পুলিশের সতর্ক অবস্থানও দেখা যায়। এছাড়া পল্টন থানা এলাকায় দেখা যায় র‌্যাবের একাধিক গাড়ি।

বিজয় র‌্যালির সময় মোড়ে পর্যাপ্ত পুলিশ রাখা হবে। তাছাড়া মিছিলের সামনে-পেছনেও পুলিশ থাকবে বলে জানান পরিদর্শক শাহীদুজ্জামান।