নিবন্ধন শর্ত: প্রতিবেদন দিতে আ. লীগ-জাপাসহ ৫ দলকে এক মাস সময়

নিবন্ধনের শর্ত প্রতিপালন সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টিসহ ৫টি দলকে এক মাস সময় দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2017, 12:35 PM
Updated : 10 Dec 2017, 12:35 PM

সেই সঙ্গে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলেও কোনো ধরনের সাড়া না দেওয়ায় ১১টি দলকে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে সাংবিধানিক সংস্থাটি।

ইসির যুগ্ম সচিব (চলতি দায়িত্ব) আবুল কাসেম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের দলের মহাসচিব বরাবর পাঠানো হয়েছে।

বর্তমানে ইসিতে ৪০টি দল নিবন্ধিত রয়েছে। ৩১ অক্টোবর দলগুলোকে নিবন্ধনের শর্ত প্রতিপালন নিয়ে প্রতিবেদন চেয়ে চিঠি দিয়েছিল ইসি। ১৫ কার্যদিবসের মধ্যে তা জমার কথা ছিল।

এ নিয়ে ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ইতোমধ্যে কিছু দল প্রতিবেদন জমা দিয়েছে। অর্ধেকের বেশি দল জমা দেয়নি, কেউ কেউ সময় চেয়েছে। যারা আবেদন করেছে তাদের ফের সময় দেওয়া হবে; তবে যারা শর্ত প্রতিপালনে ব্যর্থ হবে তাদেরকে কারণ দর্শাতে নোটিস দেওয়া হবে।

রোববার ইসি কর্মকর্তারা জানান, সময় চেয়ে আবেদন করায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ তরীকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, সাম্যবাদী দল- এ ১১ দল ইসির চিঠির কোনো জবাব দেয়নি।

নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় কেনো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না-তা জানতে চেয়ে ১৫ কার্যদিবসের মধ্যে জবাব চেয়েছে ইসি।