ফখরুলের মোবাইল নিয়ে বিএনপির সতর্কতা

অসাধু কেউ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোবাইল নম্বরটির নিয়ন্ত্রণ নিয়ে তা ‘প্রতারণমূলকভাবে’ ব্যবহার করছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2017, 02:28 PM
Updated : 23 Nov 2017, 02:28 PM
ওই নম্বর থেকে ফোন এলে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।  

বৃহস্পতিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ব্যবহৃত ০১৭৭৭৯৯০৯৮৮ এই মোবাইল নম্বরটি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণামূলকভাবে ব্যবহার করা হচ্ছে। এখন থেকে মহাসচিব মহোদয় উল্লিখিত মোবাইল নম্বরটি আর ব্যবহার করবেন না।”

মোবাইল ছাড়াও ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও মির্জা ফখরুল হয়রানির শিকার হয়েছিলেন।

এর আগে তার নামে ভুয়া ফেইসবুক আইডি খুলে নানা বক্তব্য দেওয়ার পর সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছিলেন, “বিএনপির মহাসচিবের নামে কোনো ফেইসবুক একাউন্ট নেই। যারা তার নাম দিয়ে এই একাউন্ট খুলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আমরা অনুরোধ রাখছি।”