সংলাপে আওয়ামী লীগ প্রতিনিধিদের নাম চূড়ান্ত

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১ নেতা নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 12:55 PM
Updated : 17 Oct 2017, 12:55 PM

প্রায় সব দলের সঙ্গে আলোচনার পর বুধবার সকালে ক্ষমতাসীন দলেল সঙ্গে মতবিনিময় করবে ইসি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসির সংলাপে ২১ সদস্যের প্রতিনিধি দল যাওয়ার কথা রয়েছে। কমিশনের সামনে একাদশ সংসদ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট ১১ দফা সুপারিশ তুলে ধরা হবে।”

ক্ষমতাসীন দলটি নতুন করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস না করা, ইভিএম চালুসহ ১১ দফা প্রস্তাব দেবে।

ইসি কর্মকর্তারা জানান, ইতোমধ্যে আওয়ামী লীগের ২১ জন প্রতিনিধির তালিকা তাদের দপ্তরে পৌঁছেছে।

তালিকায় নাম রয়েছে- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম,  মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, এইচ টি ইমাম, মশিউর রহমান, আব্দুর রাজ্জাক, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, মোহাম্মদ জমির, মো. রশিদুল আলম, মাহাবুব-উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, এইচ এন আশিকুর রহমান, হাছান মাহমুদ, আব্দুস সোবহান গোলাপ ও রিয়াজুল কবির কাওছার।

কমিশনে পাঠানো তালিকায় সৈয়দ আশরাফুল ইসলামের নাম থাকলেও স্ত্রীর অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত থাকতে পারেন বলে ইসি কর্মকর্তাদের জানানো হয়েছে।

হানিফ বলেন, সংবিধানের আলোকে নির্বাচন হবে। প্রধান শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে।

“আমরা কমিশনে বলব-নতুন আদমশুমারি প্রতিবেদন হয়নি; তাই নতুন করে সংসদীয় আসনের বিন্যাসের যৌক্তিকতা নেই। ইভিএম চালুর পক্ষে মত থাকবে আমাদের। নির্বাচনে সেনা থাকবে কি থাকবে না- তা ইসির এখতিয়ার।”

এ পর্যন্ত ৩৭ টি দল ইসির সংলাপে এসেছে। ৪০টি নিবন্ধিত দলের সঙ্গে বৃহস্পতিবার সংলাপ শেষ হওয়ার কথা রয়েছে।