বিএনপির প্রস্তাব অবান্তর: হাছান

সংসদ ভেঙে ‘সহায়ক সরকারের’ অধীনে নির্বাচনের যে প্রস্তাব ইসির সংলাপে দিয়েছে বিএনপি, তা ‘অবান্তর’ বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 11:42 AM
Updated : 16 Oct 2017, 01:08 PM

সোমবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা পরিষদ নামের একটি সংগঠনের আলোচনা সভায় তিনি বলেন, “নির্বাচন কমিশনে বিএনপি কিছু অবাস্তব অবান্তর প্রস্তাব তুলে ধরেছে।”

ইসির সংলাপে বিএনপির দেওয়া ২০ দফা সুপারিশের মধ্যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতায়েনের কথা রয়েছে।

তার সমালোচনা করে সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “আসলে বিএনপি সেনাবাহিনী দিয়ে পুলিশ আনসারের কাজ করাতে চায়।”

তবে সংলাপে অংশ নেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ জানান ক্ষমতাসীন দলের এই নেতা।

“বিএনপিকে ধন্যবাদ যে তারা নির্বাচন কমিশনের কাছে কিছু প্রস্তাব তুলে ধরেছে। আশা করব, তাদের এই খোশমেজাজ যেন শেষ পর্যন্ত থাকে।”

আলোচনা সভায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা গোলাম কুদ্দুস, অভিনেতা হাসান ইমাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বক্তব্য রাখেন।

এদিকে বিএনপির প্রস্তাবের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ ইসির নেই।

সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় একথা বলেন তিনি।

নানক বলেন, “সহায়ক সরকার, নির্বাচনকালীন সরকার কি মামার বাড়ির আবদার? নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, এই নির্বাচন কমিশনের কোনো সুযোগ নেই সংবিধানের বাইরে এসে নির্বাচন দেওয়ার।”

শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।