স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন এরশাদ

স্বাস্থ্য পরীক্ষার জন্য এক সপ্তাহের সফরে সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2017, 11:14 AM
Updated : 16 Oct 2017, 11:14 AM

সোমবার সকাল সাড়ে ৮টায় বিজি- ৮৪ বিমানে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এরশাদ।

এরশাদের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, এরশাদের সফরসঙ্গী হয়েছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, নাসরিন জাহান রত্না ও মেজর খালেদ আখতার (অব.), চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সেন্টু, দলের ভাইস চেয়ারম্যান আমানত হোসেন আমানত এবং কেন্দ্রীয় নেতা মেহেজুবুন্নেসা রহমান প্রমুখ।

বিমান বন্দরে এরশাদকে বিদায় জানান জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, প্রেসিডিয়াম সদস্য মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, এসএম আব্দুল মান্নান, সুনীল শুভ রায়, তাজুল ইসলাম চৌধুরী, মসিউর রহমান রাঙ্গা, ব্যারিস্টার দিলারা খন্দকার।