জামায়াতের শীর্ষ নেতারা গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2017, 05:01 PM
Updated : 10 Oct 2017, 02:43 PM

সোমবার রাতে রাত ৯টার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ সড়কের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার শেখ নাজমুল আলম জানিয়েছেন।

গ্রেপ্তার নেতাদের মধ্যে দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, চট্টগ্রাম মহানগর আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেকও রয়েছেন।

নওশের আলী নামে এক ব্যক্তির বাসা থেকে জামায়াতের এই নেতারাসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয় বলে উপকমিশনার নাজমুল জানান।

গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।”

এদিকে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান এক বিবৃতিতে এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছেন, “জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য পরিকল্পিতভাবে জামায়াত নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে বিচারের নামে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তারই ধারাবাহিকতায় আজ জামায়াত নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হল।”

অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, আইনানুগ রাজনৈতিক দল।”

উত্তরার ওই বাসায় দলের আমিরের নেতৃত্বে ঘরোয়া বৈঠকের সময় পুলিশ হানা দিয়েছিল বলে জানান তিনি।

মুজিবুর অবিলম্বে জামায়াত নেতাদের মুক্তি দাবি করেন।