কমরেড ফরহাদের মৃত্যুবার্ষিকীতে সিপিবির কর্মসূচি

কমিউনিস্ট নেতা মোহাম্মদ ফরহাদের ৩০তম মৃত্যুবার্ষিকীতে ‍দিনব্যাপী কর্মসূচি নিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 04:31 PM
Updated : 8 Oct 2017, 04:34 PM

রোববার সকাল ৮টায় বনানীতে মোহাম্মদ ফরহাদের কবরস্থানে ফুল দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। বিকালে পুরানা পল্টনে মুক্তি ভবনে হবে স্মরণসভা।

সিপিবির সাধারণ সম্পাদক ফরহাদ ১৯৮৭ সালের ৮ অক্টোবর মারা যান। তিনি কমরেড ফরহাদ নামে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পরিচিতি ছিলেন।

মোহাম্মদ ফরহাদের জন্ম ১৯৩৮ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার জমাদারপাড়ায়।

ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে রাজনীতিতে হাতেখড়ি হওয়া ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় বাষট্টির ছাত্র আন্দোলন সংগঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

১৭ বছর বয়সে কমিউনিস্ট পার্টির সদস্যপদ পাওয়া ফরহাদ ষাটের দশক থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন তিনি।

স্বাধীনতার পর সামরিক সরকারবিরোধী আন্দোলন সংগঠনের নেতৃস্থানীয় ভূমিকা ছিল ফরহাদের।

এইচ এম এরশাদকে হটাতে তার দেওয়া ‘১৫০-১৫০’ রূপরেখা তখন ছিল বেশ আলোচিত। তিনি ৩০০ আসনের সংসদে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে অর্ধেক করে আসনে প্রতিদ্বন্দ্বিতার ‘ফর্মুলা’ দেন। তখন এরশাদ আইন সংশোধন করে একজন ব্যক্তির সর্বোচ্চ পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতার বিধান করেছিলেন।

১৯৮৬ সালের নির্বাচনে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন ফরহাদ। সিপিবির সংসদীয় দলের নেতা ছিলেন তিনি।