সুস্বাস্থ্যের জন্য দোয়া চাইলেন শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রে পিত্তথলির অস্ত্রোপচারের পর দেশে ফিরে আগের মতো পূর্ণোদ্যমে কাজ করার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2017, 10:17 AM
Updated : 7 Oct 2017, 10:46 AM

চিকিৎসকরা ছয় সপ্তাহ সাবধানে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর আকস্মিকভাবেই প্রধানমন্ত্রীর পিত্তথলীতে অস্ত্রোপচারের খবর আসে।

এতে তার দেশে ফেরা কয়েকদিন পিছিয়ে যায়। যুক্তরাষ্ট্র থেকে লন্ডন হয়ে শনিবার দেশে ফেরেন তিনি।

বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “নিউ ইয়র্কে কাজ করতে করতে হঠাৎ ...অনেকদিন থেকেই গলব্লাডারে স্টোন নিয়ে ভুগছিলাম। যখন একটু শরীর খারাপ লাগলো সাথে সাথে জয়ের বাসায় গেলাম। ডাক্তারা টাক্তার সব রেডি করেছিল।”

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় থাকেন। তার বাসা থেকেই হাসপাতালে গিয়েছিলেন তিনি।

অস্ত্রোপচারের পর বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর শুশ্রূষা করেছিলেন।

শেখ হাসিনা বলেন, “এর মধ্যে রেহানা চলে এসেছিল। সব সময় আমার সাথে.. খাওয়া টাওয়া নিজেই তৈরি করে আমাকে দিত।” 

সফল অস্ত্রোপচারের পর এখন ভালো আছে জানিয়ে চিকিৎসকদের নানা পরামর্শের কথা জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “ডাক্তার বলেছে, ছয় সপ্তাহের জন্য একটু সাবধানে থাকতে। ছয় মাস খুব সাবধানে চলাফেরা করতে।”

নিজের বয়সের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বৃদ্ধ বয়সে একটু সময় তো লাগবেই। ৭১ বছর বয়স। কাজেই একটু সময় লাগবে।”

অসুস্থতার কারণে ফেরার তারিখ পেছালেও ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি অনলাইনে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজও সারছিলেন তিনি।

সবার কাছে দোয়া চেয়ে শেখ হাসিনা বলেন, “সবার কাছে দোয়া চাই, সুস্থ হয়ে,সবার সাথে..আবার যেন পূর্ণোদ্যমে কাজ করতে পারি।”

“এখনও করে যাচ্ছি। দোয়া চাই যেন আরও কাজ করে যেতে পারি।”