শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬,০০০ টাকা করার দাবি

তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2017, 02:23 PM
Updated : 6 Oct 2017, 02:24 PM

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোরও দাবি জানিয়েছে সংগঠনটি।

সমাবেশে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, শ্রমিকরা যদি বসে যায় তবে কারখানা বন্ধ হয়ে যাবে, উৎপাদন বন্ধ হবে। দেশ বাঁচাতে যদি উৎপাদন করতে হয় তবে কেন শ্রমিকের মজুরি বাড়ে না? বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়াতে পারেন, শ্রমিকের বেতন কেন বাড়বে না?

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, চালসহ নিত্যপণ্যের দাম কমাতে হবে, অবিলম্বে মজুরি ন্যুনতম ১০ হাজার টাকাসহ ১৬ হাজার টাকা করা, শ্রমিকবিরোধী শ্রম আইন ও বিধিমালা বাতিল করে গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং কারখানায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিতকরণ ও চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে।

সমাবেশে অন্যদের মেধ্য সংগঠনের কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীন, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, জিয়াউল কবির খোকন, দুলাল সাহা, এম এ শাহীন, সাইফুল আল মামুন, শফিকুল ইসলাম ও রাজু আহমেদ বক্তব্য দেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।