জাতীয় ঐক্য তৈরির আহ্বান জাকের পার্টির

রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য তৈরিতে নির্বাচন কমিশনকে উদ্যোগী হতে বলেছে জাকের পার্টি; সেই সঙ্গে অপরাজনীতির ‘লাগাম টেনে ধরতে’ কমিশনকে সুপারিশ করেছে দলটি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2017, 12:02 PM
Updated : 5 Oct 2017, 12:02 PM

বৃহস্পতিবার বিকালে চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে জাকের পার্টির ১০ সদস্যের প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।

জাকের পার্টির পক্ষ থেকে ইভিএম ব্যবহার, ইসির বাজেট বাড়ানোসহ ২৭ দফা প্রস্তাবনা দেওয়া হয়।

পরে বৈঠক শেষে মোস্তফা আমীর ফয়সল বলেন, “২৭টি প্রস্তাবের মধ্যে প্রধান ৭টা। ক্ষমতার জন্যে নয়, দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে দলগুলো নিয়ে বারবার কথা বলতে হবে।”

সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের ঐক্যমত দরকার বলে মনে করেন তিনি।

“নির্বাচনকালীন সরকারের বিষয়ে স্থায়ী সমাধান দরকার। তবে আমাদের প্রস্তাব নেই। ভোটে সেনা মোতায়েনের বিষয়ে জাকের পার্টির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল না। নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সে সময়কার প্রেক্ষাপটে যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি যা যা করা দরকার সব করবে; এতে জাকের পার্টির সমর্থন থাকবে বলে জানান তিনি।