দলের বক্তব্য নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন ফখরুল

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটিতে যাওয়ার পরিপ্রেক্ষিতে রাতে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2017, 06:06 PM
Updated : 3 Oct 2017, 06:06 PM

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বুধবার সকাল ১১টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বৈঠকে আলোচনার বিষয়বস্তুসহ সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলবেন।

এক মাসের অবকাশের পর মঙ্গলবার সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। এদিন এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সিনহা।

প্রধান বিচারপতিকে ‘প্রচণ্ড চাপ প্রয়োগের মাধ্যমে’ ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপিপন্থি আইনজীবী।

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এসে উপস্থিত ছিলেন।

এছাড়া দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, এজে মোহাম্মদ আলী, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বৈঠকে ছিলেন।