‘না’ ভোট চায় ইসলামী ফ্রন্ট

একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) পাশাপাশি ‘না’ ভোট চালুর প্রস্তাব দিয়েছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 11:41 AM
Updated : 14 Sept 2017, 11:41 AM

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির মহাসচিব আল্লামা সৈয়দ বাহাদুর শাহর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল সিইসি কে এম নূরুল হুদার সঙ্গে সংলাপে বসে।

ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব জানান, সংলাপে দলের পক্ষ থেকে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়, যার মধ্যে তিন ধাপে সংসদ নির্বাচনের প্রস্তাবও রয়েছে।

এর ব্যাখ্যা দিয়ে বাহাদুর শাহ বলেন, তফসিল ঘোষণার পর সংসদ ভেঙে দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১০০ আসন করে তিন ধাপে ৩০০ আসনে নির্বাচন করতে হবে।

অন্য প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- নির্বাচনী ব্যয় সংকোচন, কালো টাকার ব্যবহার রোধ ও সব নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশনের বহন, তফসিল ঘোষণার পর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিশনের সঙ্গে পরামর্শ করা।

২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। এ পর্যন্ত ১০টি দল সংলাপে অংশ নিয়েছে।

অক্টোবরের মধ্যে সবার সঙ্গে মতবিনিময় শেষ করার কথা রয়েছে।