ভোটের আগেই সেনা চায় কল্যাণ পার্টি

ভোটের ১৫ দিন আগে সেনাবাহিনী মোতায়েনের সুপারিশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ কল্যাণ পার্টি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2017, 10:07 AM
Updated : 14 Sept 2017, 10:07 AM

বৃস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আট দফা সুপারিশ তুলে ধরে দলটি।

সকালে আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ইসির সঙ্গে সংলাপে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

মতবিনিময় শেষে কল্যাণ পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের কাছে আটটি ‍সুপারিশ করা হয়েছে; ৪টি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমান আইন-শৃঙ্খলাবাহিনী যেকোনো কারণেই হোক পলিটিসাইজড হয়ে গেছে। তাই তাদের উপর জনগণ আস্থা রাখতে পারছে না যে, নির্বাচন সুষ্ঠু হবে।”

এ ক্ষেত্রে সেনাবাহিনী মোতায়েন করা হলে সুষ্ঠু নির্বাচন হবে, জনগণের বিশ্বাস বলে উল্লেখ করেন তিনি।

“নির্বাচনের আট থেকে ১৫ দিন আগে আমরা সেনা মোতায়েনের জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছি।”

দলের অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে- সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির সক্ষমতা বৃদ্ধি, প্রবাসীদের ভোটাধিকার দেওয়া, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আসনের সীমানা পুনঃনির্ধারণ করা ও কোনো জোটের প্রার্থীদের শরীক দলের যে কোনো প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়া।

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেছে ইসি। ২৪ অগাস্ট থেকে দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে। এ পর্যন্ত ৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করল ইসি।

অক্টোবরের মধ্যে সবার সঙ্গে সংলাপ শেষ করার কথা রয়েছে।