চেয়ারম্যান অসুস্থ, ইসির সংলাপে যাচ্ছে না ইসলামী ঐক্যজোট

নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত সংলাপে যাচ্ছে না বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক ইসলামী ঐকজোট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2017, 03:35 PM
Updated : 11 Sept 2017, 03:35 PM

তবে মঙ্গলবার বাংলাদেশ খেলাফত মজলিস সংলাপে অংশ নিচ্ছে।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান সোমবার বলেন, “মঙ্গলবার সকালে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। বিকালে ইসলামী ঐক্যজোটের সঙ্গে মতবিনিময়ের কথা থাকলেও দলটির চেয়ারম্যান ‍অসুস্থ থাকায় এখন সংলাপে আসতে পারছে না বলে জানিয়েছে।”

দলটি পরে সময় চেয়েও আবেদন করেছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহর পক্ষ থেকেও নিশ্চিত করা হয়, চেয়ারম্যান-মহাসচিব অসুস্থ রয়েছেন। পরে সুবিধানজক সময়ে সংলাপের সূচি পুনঃনির্ধারণের আবেদন জানানো হয়েছে।

দলের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী বলেন, “আমি অসুস্থ, অনেক নেতা হজে রয়েছেন; মহাসচিবসহ অনেকে কক্সবাজারে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় ব্যস্ত। এ অবস্থায় নতুন সময় দেওয়ার জন্যে বলা হয়েছে।”

গত ২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। প্রথম দিনেই বিএনএফ বন্যার অজুহাত দেখিয়ে সংলাপে অংশ নেয়নি; তারাও তারিখ পুনঃনির্ধারণের আবেদন করেছে।