রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে বিএনপি

নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে বুধবার কক্সবাজার যাচ্ছে বিএনপির একটি  প্রতিনিধি দল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2017, 04:31 PM
Updated : 10 Sept 2017, 04:31 PM

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এ জেড এম জাহিদ হোসেন ও শামসুজ্জামান দুদু ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবে। তারা সেখানে অসহায় রোহিঙ্গাদের জন্য ওষুধপত্র, খাবার সামগ্রীসহ মানবিক সহায়তা দেবে।

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে গত দুই সপ্তাহে ৩ লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।

রোহিঙ্গা নিপীড়ন নিয়ে আন্তর্জাতিক মহলও মিয়ানমারের সমালোচনা করে আসছে।