রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ২৪ অগাস্ট

নাগরিক সমাজ ও গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষ করে ২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে বসবে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2017, 05:14 PM
Updated : 9 August 2017, 05:16 PM

কোরবানির ঈদের আগে ছয়টি দলের সঙ্গে সংলাপসূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানান ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এবার নিবন্ধন ক্রমের শেষ থেকে সংলাপ শুরু হচ্ছে। নিবন্ধিত ৪০টি দলের মধ্যে ঈদের আগে ২৪, ২৮ ও ৩০ অগাস্ট মতবিনিময় চলবে।”

ঈদের পরে ১০ সেপ্টেম্বর থেকে বসার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।

প্রতিদিন দুটি করে রাজনৈতিক দল ও প্রতিটি দলের ১০ জন করে প্রতিনিধি রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ইসি সচিব।

২৪ অগাস্ট:   সকালে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (নিবন্ধনক্রম ৪২)

বিকালে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (নিবন্ধন ৪১)

২৮ অগাস্ট:   সকালে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (নিবন্ধন ৪০)

          বিকালে খেলাফত মজলিশ (নিবন্ধন ৩৮)

৩০ অগাস্ট:    সকালে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (নিবন্ধন ৩৭)

 বিকালে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা (নিবন্ধন ৩৬)      

ইসি ঘোষিত কর্মপরিকল্পনা নিয়ে ৩১ জুলাই নাগরিক সমাজের সঙ্গে আলোচনা হয়েছে। ১৬ ও ১৭ অগাস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় হবে।

তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে ইসি।

ঈদের পর ১০ সেপ্টেম্বর থেকে বাকি দলগুলোর সূচি নির্ধারণ করা হবে।