ফখরুলের গাড়িবহরে হামলার নিন্দা সিপিবি-বাসদের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2017, 06:37 PM
Updated : 18 June 2017, 06:37 PM

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রোববার যৌথ এক বিবৃতিতে বলেন, “এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের হামলা কখনোই কারও জন্য ভালো ফলাফল বয়ে আনবে না।

“আমরা হামলাকারীদের দ্রুত শাস্তি বিধানের দাবি জানাই।”

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে সকালে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়।

ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং ছাত্রদল নেতা গোলাম নবী আহত হন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী এই হামলার জন্য স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাছান মাহমুদকে দায়ী করেন।

তবে হাছান মাহমুদ বলছেন, বিএনপি নেতাদের গাড়ির ধাক্কায় দুইজন আহত হওয়ার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।