তত্ত্বাবধায়ক নয়, চাই সুষ্ঠু নির্বাচন: এরশাদ

তত্ত্বাবধায়ক সরকার নন নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু নির্বাচন চান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2017, 05:00 PM
Updated : 23 May 2017, 05:17 PM

মঙ্গলবার রাজশাহী জেলা জাতীয় পার্টির সম্মেলনে তিনি বলেন, “আমি তত্ত্বাবধায়ক সরকার চাই না।

“সাহাবুদ্দিন বেইমান, হাবিবুর রহমান বেইমান, লতিফুর রহমান বেইমান। তিনজন আমার প্রতি সুবিচার করেনি। সবাই বেইমানি করেছে। জাতীয় পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে।

“আমরা নিয়মতান্ত্রিকভাবে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন চাই এবং ৩০০ আসনে প্রার্থী দিতে চাই।”

জাতীয় পার্টি ক্ষমতায় এলে জনগণের সুদিন ফিরবে দাবি করে দলটির চেয়ারম্যান বলেন, “রমজান আসন্ন। অথচ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। খুন, গুমে সবাই শঙ্কিত, কারোই নিরাপত্তা নেই।”

আগামীতে সরকার গঠনের জন্য দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরার্মশ দেন এরশাদ।

“খালেদা জিয়ার একটা ভিশন ২০৩০, আমাদের সামনে ভিশন দুটি। প্রাদেশিক সরকার আর নির্বাচন পদ্ধতির পরিবর্তন। আগামীতে প্রাদেশিক সরকার করতে চাই। প্রাদেশিক সরকারে রাজশাহী হবে একটা প্রদেশ। এর নাম হবে ‘বরেন্দ্র প্রদেশ’।”

রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “সরকার গঠন আওয়ামী লীগ-বিএনপি দুই দলই জাতীয় পার্টিকে চায়। জাতীয় পার্টি ঠিক করবে কারা সরকার গঠন করবে।”

রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ, এসএম ফয়সাল চিশতী, সংসদ সদস্য শওকত চৌধুরী সম্মেলনে উপস্থিত ছিলেন।