সংসদে তারা ‘স্বতন্ত্রই’ আছেন

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে অংশ নিলেও সংসদে স্বতন্ত্র হিসেবেই রয়েছেন ১১ জন সংসদ সদস্য।

সাজিদুল হকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 03:56 AM
Updated : 15 May 2017, 03:56 AM

স্বতন্ত্র কোনো সদস্যের সংসদে প্রতিনিধিত্বকারী কোনো দলে যোগ দিতে হলে যে প্রক্রিয়া অনুসরণ করতে হয় তাদের ক্ষেত্রে তা করা হয়নি। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংসদ সচিবালয়কে কিছু জানানোও হয়নি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুরের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী গত ৩ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংসদের ১৬ জন স্বতন্ত্র সদস্যের মধ্যে ১৪ জন সংসদে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

এর একদিন পর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের যোগদানের কথা অস্বীকার করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা রাঙামাটির সাংসদ উষাতন তালুকদার, যার নাম ওই তালিকায় ছিল।

এরপর গত ১২ মে ওই তালিকার নয় জন সংসদ সদস্য গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

তবে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, স্বতন্ত্র সংসদ সদস্যদের কোনো দলে যোগ দেওয়ার কোনো তথ্য তাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

স্বতন্ত্র সংসদ সদস্যদের কোনো দলে যোগ দিতে আইনগত কোনো বাধা নেই। নিয়ম হল, কোনো স্বতন্ত্র সংসদ সদস্য কোনো দলে যোগ দিতে চাইলে তার আবেদন এবং ওই দলের নেতার অনুমোদন প্রসঙ্গে প্রধান হুইপ স্পিকারকে জানাবেন।

আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরীও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, স্বতন্ত্র সদস্যরা আওয়ামী লীগে যোগ দেননি।

সংসদে কার কত আসন

আওয়ামী লীগ ২৭৬, জাতীয় পার্টি (এরশাদ) ৪০, ওয়ার্কাস পার্টি ৭, জাসদ ৬, তরিকত ফেডারেশন ২, জাতীয় পার্টি জেপি ২, বিএনএফ ১ এবং স্বতন্ত্র ১৬

গত ৭ মে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে যোগ দেন গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ আসনের ছলিম উদ্দীন তরফদার, কুষ্টিয়া-১ এর রেজাউল হক চৌধুরী, ঝিনাইদহ-২ এর তাহজীব আলম সিদ্দিকী, যশোর-৫ এর স্বপন ভট্টচার্য্য, ঢাকা-৭ এর হাজি মোহাম্মদ সেলিম, নরসিংদী-২ এর কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ এর সিরাজুল ইসলাম মোল্লা, মৌলভীবাজার-২ এর আব্দুল মতিন, কুমিল্লা-৩ এর ইউসুফ আবদুল্লাহ হারুন এবং কুমিল্লা-৪ এর রাজী মোহাম্মদ ফখরুল।

এদের মধ্যে আবুল কালাম আজাদ, ছলিম তরফদার, রেজাউল করিম, স্বপন ভট্টাচার্য্য, কামরুল আশরাফ, সিরাজুল ইসলাম, আব্দুল মতিন, ইউসুফ আব্দুল্লাহ হারুন ও রাজী মোহাম্মদ ফখরুল ১২ মে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।

এ বিষয়ে নূর-ই-আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাদের নাম বলা হচ্ছে তারা প্রায় প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তবে তারা এখনও স্বতন্ত্র সদস্য হিসেবেই রয়েছেন। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। সংসদীয় দলের বৈঠকেও তারা এসেছিলেন। কিন্তু আওয়ামী লীগের সংসদীয় দলে যোগ দেননি।”

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নের জবাবে বলেন, “টেকনিকালি সংসদে আমরা এখনও স্বতন্ত্র সদস্য। সংসদীয় দলে যোগ দিতে হলে যে ধরনের প্রক্রিয়া করতে হয়, সেটা আমাদের ক্ষেত্রে এখনও হয়নি।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তাহজীব বলেন, “আমরা সবাই একই ঘরানার রাজনীতি করি। মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর রাজনীতি। বিশেষ পরিস্থিতিতে আমরা স্বতন্ত্র সদস্য হিসেবে নির্বাচন করেছি। আগামী নির্বাচন নিয়ে করনীয় বিষয়ে আমরা বৈঠক করেছি। আমাদের সংসদীয় দলের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল, আমরা গিয়েছিলাম।”

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “আমরা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতি করি। তবে সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য। আমাদের নিয়ে গিয়ে সংসদীয় দলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে।”

বিএনপিবিহীন ৫ জানুয়ারির নির্বাচনে মোট ১৬ জন স্বতন্ত্র প্রার্থী জয়ী হন, যা মোট (৩০০) আসনের ৫ শতাংশেরও বেশি। এদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামেন তারা।

২০১৪ সালের ২৯ জানুয়ারি দশম সংসদের যাত্রা শুরুর আগে হাজি সেলিমের নেতৃত্বে জোট গঠন করেন স্বতন্ত্র সদস্যরা। তবে জোট গঠনের পর সংসদে এই জোটের কোনো কার্যক্রম চোখে পড়েনি। ওই জোট থেকে সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত কাজী রোজী, নূর জাহান বেগম ও উন্মে রাজিয়া কাজল। যারা পরে আওয়ামী লীগে যোগ দেন।