আ. লীগে যোগ দেওয়া ৯ এমপি টুঙ্গীপাড়ায়

সদ্য আওয়ামী লীগে যোগদানকারী নয় জন সংসদ সদস্য গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2017, 01:45 PM
Updated : 12 May 2017, 01:48 PM

শুক্রবার সকলে টুঙ্গীপাড়া পৌঁছে তারা সমাধিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। তারপর তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এরা হলেন গাইবান্ধা-৪ আসনের আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ এর ছলিম উদ্দিন তরফদার, কুষ্টিয়া-১ এর রেজাউল করিম চৌধুরী, যশোর-৫ এর স্বপন ভট্টাচার্য্য, নরসিংদী-২ এর কামরুল আশরাফ খান, নরসিংদী-৩ এর সিরাজুল ইসলাম মোল্লা, মৌলভীবাজার-২ এর আব্দুল মতিন, কুমিল্লা-৩ এর ইউসুফ আব্দুল্লাহ হারুন ও কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফকরুল।

গত ৩ মে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুরের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “১৬ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ১৪ জন আওয়ামী লীগে যোগ দিয়েছেন।”

এর একদিন পর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের যোগদানের কথা অস্বীকার করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা উষাতন তালুকদার, যার নাম ওই ১৬ জনের তালিকায় ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গণমাধ্যমে এ যোগদানের সংবাদ প্রকাশিত হয়।