খালেদাকে ১১ জুন আদালতে হাজির হতে নির্দেশ

বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে অপমানিত করার অভিযোগে একটি মানহানি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী  ১১ জুন হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2017, 01:42 PM
Updated : 20 April 2017, 01:42 PM

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম নূরু মিয়া তলবের এ আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

গত বছরের ১১ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদ নামে আওয়ামী লীগ সমর্থক একটি সংগঠনের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে আদালতে মামলার আবেদনটি করেছিলেন।

আদালতের নির্দেশে তেজগাঁও থানার ওসি এ বি এম মশিউর রহমান তদন্ত করে গত ২৫ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন।

বাদী জিয়াউর রহমানকে আসামি করলেও মৃত ব্যক্তির বিচারের সুযোগ না থাকায় তাকে বাদ দেওয়ার সুপারিশ করেন ওসি।

সিদ্দিকী জানান, গত  ২২ মার্চ প্রতিবেদনটি আমলে নেওয়া হয়েছিল। কিন্তু সমন ফি দিতে তার দেরি হওয়ায় বৃহস্পতিবার সমন জারির আদেশ হয়।

এ বি সিদ্দিকীর অভিযোগ, ২০০১ সালে ক্ষমতায় যাওয়ার পর যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মন্ত্রী করে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশপ্রেমিক জনগণের মর্যাদা ভূলুণ্ঠিত করেছেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর তাকে হুমকি ও অবরুদ্ধ করেছিলেন অভিযোগ করে তার মরণোত্তর বিচার চেয়েছিলেন এ বি সিদ্দিকী।