‘আমরা মৈত্রী’ করল ছাত্র মৈত্রীর সাবেকরা

‘আমরা মৈত্রী’ নামে একটি সংগঠন গড়ে তুলেছে বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক নেতারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2017, 07:25 PM
Updated : 19 April 2017, 07:25 PM

ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি রফিকুল ইসলাম সুজনকে সমন্বয়ক করে নতুন এই সংগঠনের পাঁচ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ছাত্র মৈত্রীর সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন নাহিদ, সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু, সাবেক সহ-সভাপতি শামীমা সুলতানা শাওন এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মনোজ বাড়ৈ।

কেন্দ্রীয় সমন্বয় কমিটি ছয় মাসের মধ্যে সংগঠনের ঘোষণা-কর্মসূচি ও গঠনতন্ত্র প্রণয়ন, সদস্য সংগ্রহ করে কনভেনশনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে ‍বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রফিকুল ইসলাম সুজন বলেন, ‘আমরা মৈত্রী’ রাজনীতি সচেতন একটি সামাজিক সংগঠন হলেও কোন রাজনৈতিক দল বা সংগঠনের লেজুড়বৃত্তি করবে না। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, নারী নির্যাতনসহ নানামুখী সঙ্কটের বিপরীতে সামাজিক শক্তির যুথবদ্ধতার উপর গুরুত্ব দেবেন তারা।