ছাত্রলীগে পকেট কমিটির নেতৃত্ব চলবে না: কাদের

ছাত্রলীগের যে কোনো কমিটির নেতৃত্বে কর্মীদের কাছে গ্রহণযোগ্যদের নিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ওবায়দুল কাদের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 12:29 PM
Updated : 30 March 2017, 12:29 PM

বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলছেন, “ছাত্রলীগ নেতাদের কোনো পদ ভাগাভাগি চলবে না। কর্মীদের কাছে গ্রহণযোগ্য হতে হবে।

“আমি ছাত্রলীগের নেতাদের বলতে চাই, আপনার পদ ভাগাভাগি করবেন না। একটা সোহাগ (ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সোহাগ) সাহেবের, আরেকটা জাকির (বর্তমান সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন) সাহেবের, এটা চলবে না। কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা আছে, এমন নেতাদের নেতৃত্ব আনতে হবে।”

ছাত্রলীগের এক সময়ের এই সভাপতি বলেন, “শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নয়, বরং কোনো কমিটিতে পকেট কমিটির মাধ্যমে নেতৃত্ব দেওয়া যাবে না। বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।

“মাথায় রাখতে হবে, ছাত্রলীগ সোহাগ-জাকিরের কোনো ব্যক্তির সংগঠন নয়; ছাত্রলীগ বঙ্গবন্ধুর সংগঠন, ছাত্রলীগ শেখ হাসিনার সংগঠন।”

ওবায়দুল কাদের বলেন, “ছাত্রলীগকে আদর্শ মানুষ হতে হবে। ছাত্রলীগ কারো পথ আটকাতে পারে না। ছাত্রলীগ তাদের মেধার সাথে বঙ্গবন্ধুর আদর্শের সমন্বয় ঘটিয়ে, দেশকে জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করবে। ছাত্রলীগকে মাদকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

এ সময় তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের মাদক থেকে বিরত থাকার শপথ বাক্য পাঠ করান।

কাদের বলেন, “জননেত্রীর সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নিমিষে ধসিয়ে দিতে জঙ্গিবাদের মত মাদকও একটা অদৃশ্য শক্তি। আমরা সংগ্রাম করছি সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে, আমরা সংগ্রাম করছি ওই সকল কালো পাহাড়দের বিরুদ্ধে, যারা সংগঠনের ক্ষতি করতে সদা সংকল্পবদ্ধ।”

এ সময় অন্যদের মধ্যে আওয়ামী লীগের উদেষ্টা পরিষদের সদস্য রাজীউদ্দিন আহম্মেদ রাজু, ঢাকা মহানগর দক্ষিণের মেয়র সাঈদ খোকন, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।