তাঁতী লীগের নতুন কমিটি

আহ্বায়ক কমিটি গঠনের ১৩ বছর পর নতুন কমিটি পেয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতী লীগ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2017, 01:32 PM
Updated : 19 March 2017, 01:34 PM

রোববার সম্মেলনের পর ইঞ্জিনিয়ার মো. শওকত আলীকে সভাপতি এবং খগেন্দ্র চন্দ্র দেবনাথকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

সকালে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে কাউন্সিল অধিবেশনের পর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সহযোগী সংগঠনের নতুন কমিটির ঘোষণা আসে।

কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

বিকাল ৩টায় কাউন্সিল অধিবেশন শুরু হলে সভাপতি পদে ছয়টি এবং সাধারণ সম্পাদক পাঁচটি নামের প্রস্তাব আসে।

তখন ওবায়দুল কাদের বলেন, “ প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আপনাদের কমিটি অনুমোদন দেবেন। শততম টেস্ট খেলায় বাংলাদেশ জয়ের কারণে প্রধানমন্ত্রী পরে কমিটি অনুমোদন করবেন।”

নামের প্রস্তাবগুলো নিয়ে ওবায়দুল কাদের বেরিয়ে গণভবনে যাওয়ার কয়েক ঘণ্টা পর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,“বাংলাদেশ তাঁতী লীগের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আলাপ-আলোচনা শেষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।”

পাকিস্তান আমলে ১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান তাঁতী সমিতির নামে যাত্রা শুরু হয়েছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনটির, এরপর বাংলাদেশ তাঁতী সমিতি হয়ে ২০০৩ সালে বাংলাদেশ তাঁতী লীগ নাম হয় এর।

২০০৪ সালের ৭ অগাস্ট ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পর তার নেতৃত্বেই এতদিন চলছে তাঁতী লীগের কার্যক্রম।