তখনও সঠিক, এখনও সঠিক: আম্বিয়া

বঙ্গবন্ধু আমলে ১৯৭৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি ‘সঠিক ছিল’ বলে দাবি করেছেন জাসদ নেতা শরীফ নুরুল আম্বিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2017, 04:53 PM
Updated : 16 March 2017, 05:15 PM

তখন আওয়ামী লীগ সরকারের চরম বিরোধিতার পাশাপাশি বর্তমানে দলটির সঙ্গে জোট গড়াটাও রাজনৈতিক বাস্তবতায় ‘সঠিক সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন তিনি।

স্বাধীনতার কয়েক বছরের মধ্যে আওয়ামী লীগ থেকে বেরিয়ে গড়ে ওঠা দল জাসদ ১৯৭৪ সালের ১৭ মার্চ পল্টন ময়দানে জনসভার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এম মনসুর আলীর বাড়ি ঘেরাওয়ে গিয়েছিল।

ওই কর্মসূচিতে জাসদ-রক্ষী বাহিনী সংঘর্ষে বহু হতাহত হয়েছিল; জাসদের দাবি, তাদের ৫০ জন সেদিন নিহত হয়েছিলেন।

বহুধা বিভক্ত ওই জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া নিহতদের স্মরণে বৃহস্পতিবার দলের এক কর্মসূচিতে বলেন, “তৎকালীন সরকারের দমন নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধগতি, দুর্নীতির প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দলের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচি যেমন সঠিক ছিল, তেমনি আজকের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক অপশক্তি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ১৪ দলীয় ঐক্যজোটও সঠিক।”

আ্ওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে আম্বিয়া নেতৃত্বাধীন জাসদ যেমন রয়েছে, তেমনি রয়েছে হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদও।

বঙ্গবন্ধু আমলে জাসদের ভূমিকার কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের কয়েকজন নেতার বক্তব্য গত বছর রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছিল।

আম্বিয়ার জাসদে থাকা সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদল তখন সংসদে বলেছিলেন, “আমি ও হাসানুল হক ইনু বলেছি, পিতার (বঙ্গবন্ধু) বিরুদ্ধে সমালোচনা করা ভুল হলে আজ তার কাফফারা দিচ্ছি।”

ঢাকায় জাসদের অস্থায়ী কার্যালয়ে ১৭ মার্চ নিহত জাসদকর্মীদের স্মরণসভায় আম্বিয়া বলেন, “১৭ মার্চের মূল্যায়ন যাই হোক না কেন, শহীদেরা আত্মদান করেছেন নিঃশর্তভাবে। বাংলাদেশকে এগিয়ে নিতে তাদের রক্তদান অবদান রাখবে।”

তৎকালীন সরকারের ‘বেপরোয়া দমন অভিযানের’ কারণে সামরিক শাসনের প্রেক্ষাপট তৈরি এবং সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছিল বলে তিনি দাবি করেন।

স্মরণসভায় বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেন, মোহাম্মদ খালেদ, মো. মহসীন, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু প্রমুখ।