ফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে থাকুন: এজেন্টদের বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2016 02:58 PM BdST Updated: 22 Dec 2016 03:45 PM BdST
-
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)
-
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র না ছাড়তে দলীয় প্রার্থীর পোলিং এজেন্টদের নির্দেশ দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বেলা ১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই নির্দেশনার কথা জানান।
তিনি বলেন, “এখনো নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এরপর গণনা ও ফলাফলের বিষয় আছে। এসমস্ত প্রক্রিয়াতে যেন আবারও সরকারি প্রভাবাধীন কেউ তাদের পুরনো ঐতিহ্য অনুযায়ী স্বমহিমায় আবির্ভূত না হয়।
“আমরা বলতে চাই, ভোটগ্রহণ শেষ হওয়া, ভোট গণনা করা ও ভোটের ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত বিএনপির পোলিং এজেন্টরা সেখানে (ভোটকেন্দ্র) অবস্থান করবেন, তাদের দৃষ্টিসীমার মধ্যে সব কিছু নজর রাখবেন। বিএনপির পোলিং এজেন্টরা অটুট মনোবল নিয়ে সকল ধরনের ভয়ভীতি ঝেড়ে ফেলে বুকে সাহস রেখে দায়িত্ব পালন করুন।”
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে দায়িত্বপালনরত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রিজভী।
সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত।
নারায়ণগঞ্জ সিটিতে দলীয় প্রতীকে প্রথম নির্বাচনে বিএনপিপ্রার্থী সাখাওয়াত হোসেন খানের মূল প্রতিদ্বন্দ্বী বিদায়ী মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন।

“আমাদের বিশ্বাস, এই পরিস্থিতি থাকলে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিপুল ভোটে জনগণের শুভেচ্ছা নিয়ে বিজয়ী হবেন।”
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, মীর সরফত আলী সপু, আসাদুল করীম শাহিন, সেলিমুজ্জামান সেলিম, মুনির হোসেন, হারুনুর রশীদ, আমিরুজ্জামান খান শিমুল, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া ও এনডিপির মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত ছিলেন।
-
মতিন খসরু মারা গেছেন
-
রোজায় ইবাদতে দিন কাটাচ্ছেন খালেদা জিয়া, জানালেন বোন
-
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় ওবায়দুল কাদেরের
-
পেটে যার ভাত নেই, তাকে ঘরে রাখবেন কীভাবে: ফখরুল
-
হেফাজত নেতা ইলিয়াস ৭ দিনের রিমান্ডে
-
হেফাজতের পদ ছাড়লেন আব্দুল্লাহ হাসান
-
করোনাভাইরাসমুক্ত খন্দকার মোশাররফ ও তার স্ত্রী বাসায় ফিরেছেন
-
টিকার দ্বিতীয় ডোজ নিলেন যুবলীগ চেয়ারম্যান পরশ
সর্বাধিক পঠিত
- ব্যাটে-বলে সাকিবের দুই রূপ, কলকাতার অবিশ্বাস্য হার
- মামুনুলের মাদ্রাসা থেকে গ্রেপ্তার হেফাজত নেতা ইলিয়াস: র্যাব
- বায়ার্নের বিপক্ষে হেরেও সেমিতে পিএসজি
- লকডাউনে ব্যাংক ও পুঁজিবাজার খোলা
- ৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে চেলসি
- কলকাতার হয়ে ৫০ ম্যাচ, সাকিবের জন্য বিশেষ ক্যাপ
- করোনাভাইরাস: দেশে এক দিনে ৯৬ মৃত্যু
- লকডাউনে চলাচলে ‘মুভমেন্ট পাস’ চালু
- আঙুল ভেঙে আইপিএল শেষ স্টোকসের
- ‘সর্বাত্মক লকডাউনের’ প্রথম দিনে ঢাকায় কড়াকড়ি