সুষ্ঠ ভোটের জনরায় মেনে নেব: সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2016 09:23 AM BdST Updated: 22 Dec 2016 09:40 AM BdST
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ‘সুষ্ঠু হলে’ জনগণ যে রায় দেবে তা মেনে নেবেন বলে জানিয়েছে মেয়র পদে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরুর পর সোয়া ৮টার দিকে ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন ধানের শীষের এই প্রার্থী।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “যে পরিস্থিতি লক্ষ্য করেছি- এখন সন্তোষজনক। এখন পর্যন্ত খারাপ খবর পাইনি। ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করব। সুষ্ঠু নির্বাচনে জনগণ যে রায় দেবে তা মেনে নেব।”
আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে জেলার পুলিশ সুপার মঈনুল হক সুষ্ঠু ভোটের জন্য প্রয়োজনীয় সব কিছু করার আশ্বাস দিলেও ওই কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি পর্যাপ্ত বলে মনে হয়নি সাখাওয়াতের কাছে।
তিনি বলেন, “যে আশা নিয়ে নির্বাচনে এসেছি, নির্ভয়ে কেন্দ্রে আসতে পারবে; নিরপেক্ষ থেকে ভোট গ্রহণ করবেন। অবাধ, সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটে জয়ী হব।”
গতবারের নির্বাচনে শেষ মুহূর্তে বিএনপি প্রার্থীর ভোট বর্জনের কারণে এবারও তেমন কিছু ঘটতে পারে বলে সংশয় প্রকাশ করে আসছে আওয়ামী লীগ। তবে প্রচার শেষে সাখাওয়াত বলেছিলেন, এবার বর্জন নয়, ‘জয়ের জন্য’ শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন তিনি।

সকাল ৮টা ৭ মিনিটে সাখাওয়াত কেন্দ্রে পৌঁছালে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার তাকে স্বাগত জানান। পরে ৬ নম্বর ভোটকক্ষে ভোট দেন সাখাওয়াত, যিনি সাত খুনের মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে আলোচনায় আসেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আইভী সকাল সাড়ে ৯টায় ১৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম দেওভোগ এলাকার শিশুবাগ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেবেন বলে তার নির্বাচনী মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।
আইভী ও সাখাওয়াত ছাড়াও মেয়র পদে ভোটের লড়াইয়ে রয়েছেন কোদাল প্রতীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাছুম বিল্লাহ।
ব্যালটে নাম থাকলেও বিএনপির প্রার্থীকে সমর্থনের জানিয়েছেন এলডিপির কামাল প্রধান এবং কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস।
-
বিএনপির টিকা-সংশয়
-
বহুধাবিভক্ত মুক্তিযোদ্ধাদের এক প্ল্যাটফর্মে আনার আহ্বান ওবায়দুল কাদেরের
-
সঙ্কটকালে জিয়ার পথ ধরার আহ্বান ফখরুলের
-
‘জিয়ার পরিবারের এখন মানিই প্রব্লেম’
-
কোভিড-১৯: টিকা নিয়ে ফখরুলের সংশয়
-
জন্মবার্ষিকীতে জিয়ার কবরে বিএনপির শ্রদ্ধা
-
ঘরের সন্ত্রাস নিয়ে যুক্তরাষ্ট্রের আরও মনোযোগী হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী
-
জাসদ সভাপতি ইনু করোনাভাইরাসে আক্রান্ত
সর্বাধিক পঠিত
- তিনে টিকলেন না শান্ত
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- সৌম্যকে জানানো হয়েছে ‘৪-৫ মাস আগে’
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস
- বিশ্বকাপের পথে মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’
- মাশরাফির আওয়াজ একটাই ‘বাংলাদেশ’
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প