আইভীর জয়ের আশায় শামীম ওসমান
মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2016 05:40 AM BdST Updated: 22 Dec 2016 05:40 AM BdST
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে দাবি করে স্থানীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, তার দলের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী জয়ী হবেন বলেই তিনি আশা করছেন।
গতবারের নির্দলীয় নির্বাচনে আইভীর কাছে হার মানা শামীম ওসমান এবার সংবাদ সম্মেলন করে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতি সমর্থন জানান; যদিও নির্বাচনী আচরণবিধির কারণে তিনি প্রচারে নামতে পারেননি।
ভোটের আগের দিন বুধবার তিনি বলেন, “আমাদের ছাত্রলীগের বাচ্চা ছেলেরা যেভাবে নিজের পকেটের টাকা খরচ করে নির্বাচন করেছে এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পকেটের টাকা খরচ করে পোস্টার ও লিফলেট এবং মাইকিং করেছে। আমরা আশা করি নির্বাচনে দলীয় প্রার্থী জয়ী হবে।”
ভোটের প্রচারে আসা কেন্দ্রীয় নেতাদের প্রশংসা করে তিনি বলেন, “কাজী জাফর উল্যাহ সাহেব, এনামুল হক শামীম ও অসীম কুমার উকিল উনারা তাদের টিম নিয়ে এই নির্বাচনে যেভাবে পরিশ্রম করেছেন, তাদের নিজেদের নির্বাচনেও তারা এত পরিশ্রম করেন না।”
নারায়ণগঞ্জে ভোটে কোনো অনিয়মের সুযোগ নেই মন্তব্য করে এই সংসদ সদস্য বলেন, “ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য কঠিনভাবে নির্দেশনা রয়েছে।
“আমাদের দলীয় সভানেত্রীর নির্দেশনা রয়েছে, কোনোভাবেই যাতে কেউ জনগণের ভোটাধিকার নষ্ট করতে না পারে সে লক্ষ্যে সবাইকে সজাগ থাকতে হবে।”
সুষ্ঠু নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থীর শঙ্কার বিষয়ে শামীম ওসমান বলেন, “বিএনপি দলীয় প্রার্থীর সমস্ত শঙ্কা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের।”
বুধবার দিনভর নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ব্যস্ত সময় কাটান শামীম ওসমান।
বিকেল পর্যন্ত শামীম ওসমান নগরীর চাষাঢ়ায় অবস্থিত রাইফেল ক্লাবে এবং বিকালের নারায়ণগঞ্জ ক্লাবে অবস্থান করেন তিনি।
নারায়ণগঞ্জ ক্লাবের এক অংশে ভোট কেন্দ্র রয়েছে। অন্য অংশে ক্লাবের সদস্যরা অবস্থান করেন, যেখানে শামীম ওসমানও গিয়েছিলেন।
একাধিক নির্বাচন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামীম ওসমানের উপস্থিতির খবর নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানতে পেরে তাকে ক্লাব ছাড়ার জন্য পুলিশ সুপারকে দিয়ে খবর পাঠান।
রাত সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ ক্লাব ছাড়েন শামীম ওসমান।
সিটি করপোরেশনের ভোটার শামীম ১২ ওয়ার্ডের কেন্দ্রে ভোট দেবেন।
-
খালেদার অবস্থা ‘স্থিতিশীল’
-
ইলিয়াসকে ‘গুমে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
-
হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার
-
করোনাভাইরাসের সঙ্গে সরকারকে তুলনা করলেন ফখরুল
-
ইতিহাসকে অস্বীকার করতে চায় বিএনপি: হাছান
-
করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা আমান
-
হেফাজত রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়: মোজাম্মেল হক
-
আওয়ামী লীগের মুজিব নগর দিবস পালন
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- মামুনুল গ্রেপ্তার
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসীম
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- কী ঘটেছে বাঁশখালীতে?
- ইলিয়াসকে ‘গুমের পেছনে বিএনপির কেউ’, ইঙ্গিত মির্জা আব্বাসের
- ম্যানসিটির ‘কোয়াড্রপল’ স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে চেলসি
- হেফাজত নেতা জুনায়েদ ও জালাল গ্রেপ্তার