নির্বাচন পর্যবেক্ষক: নারায়ণগঞ্জে ৩২০, জেলায় ৩২২৫

নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন দেখতে ১৬টি সংস্থার ৩২০ জনকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2016, 04:43 AM
Updated : 19 Dec 2016, 06:09 AM

নির্বাচন কমিশনের সহকারী পরিচালক আশাদুল হক জানিয়েছেন, এই পর্যবেক্ষকদের মধ‌্যে ৩১৮ জন দেশি, দুইজন বিদেশি।

“নয়টি সংস্থার ১৮৫ জন স্থানীয়ভাবে পর্যবেক্ষণ করবেন; কেন্দ্রীয়ভাবে থাকছেন ছয়টি সংস্থার ১৩৩ জন। এশিয়া ফাউন্ডেশনের দুই বিদেশি পর্যবেক্ষকও ভোট দেখবেন।”

যেসব সংস্থার হয়ে দেশি পর্যবেক্ষকরা ভোট দেখবেন সেগুলো হচ্ছে- জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ-জানিপপ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ, ডেমোক্রেসিওয়াচ, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, ব্রতী, কোস্ট ট্রাস্ট ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ‌্যান্ড ডেভেলপমেন্ট-আইইডি, হোস্টেড রিসোর্স ডেভেলপমেন্ট অ‌্যাসোসিয়েটস, ইনোভেশন ক্যাপিটাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, পলিসি রিসার্চ স্টাডিজ ফাউন্ডেশন, খান ফাউন্ডেশন, সোসাইটি ফর রুরাল বেসিক নিড, বাংলাদেশ মানবাধিকার সংস্থা ও ফেমা।

নারায়ণগঞ্জে এবারই প্রথম দলভিত্তিক সিটি নির্বাচন হচ্ছে। মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ নির্বাচন ঘিরে কালো টাকার প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই; শঙ্কা আছে নিরাপত্তা নিয়েও।  

তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচনে যাওয়া এ নগরীর ভোটকে ‘অনুকরণীয় দৃষ্টান্ত’ হিসেবে উপস্থাপন করতে চান তিনি।

জেলা পরিষদে পর্যবেক্ষক ৩২২৫

প্রথমবারের মত দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচনে আটটি সংস্থার তিন হাজার ২২৫ জন পর্যবেক্ষককে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন আশাদুল হক।

এর মধ্যে আসক ফাউন্ডেশনের আড়াই হাজার এবং জানিপপের তিন শতাধিক পর্যবেক্ষক থাকবেন।

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, পর্যবেক্ষকরা প্রতি দলে সর্বোচ্চ পাঁচজন করে ভোট কেন্দ্র দেখার সুযোগ পাবেন।

“সংস্থাগুলোর পর্যবেক্ষকরা ভ্রাম্যমাণ হিসেবে ভোট দেখতে পারবেন। কোনো কেন্দ্রে বা বুথে স্থায়ীভাবে অবস্থান করতে পারবেন না।”

পর্যবেক্ষকরা ভোটের দিন সংশ্লিষ্ট প্রিজাইজিং কর্মকর্তার অনুমতি নিয়ে ‘অল্প সময়ের জন্য’ ভোট কক্ষে ঢুকতে পারবেন বলে জানান তিনি।