প্রধানমন্ত্রী, আপনি অগ্রনায়কের দায়িত্ব নিন: জাফরুল্লাহ

খালেদা জিয়াকে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার আহ্বান জানানোর পর জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য সৃষ্টিতে ‘অগ্রনায়কের’ উদ্যোগ নিতে শেখ হাসিনার প্রতি আহ্বান  জানিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2016, 03:04 PM
Updated : 17 July 2016, 03:13 PM

গুলশান ও শোলাকিয়ায় হামলার প্রেক্ষাপটে জঙ্গিবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার জাতীয় ঐক্যের প্রস্তাব আওয়ামী লীগ নেতাদের নাকচ করার মধ্যে প্রধানমন্ত্রীকে এই আহ্বান জানান বিএনপি-ঘনিষ্ঠ এই পেশাজীবী নেতা।

রোববার বিকালে এক মানববন্ধন কর্মসূচিতে জাফরুল্লাহ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খালেদা জিয়াকে ডাকুন, রব (আসম আবদুর রব), কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকীকে ডাকুন। কীভাবে উগ্রবাদ-জঙ্গিদের মোকাবিলা করা যায়, সকলের সাথে বসে তা স্থির করুন।

“আমরা আপনার (প্রধানমন্ত্রী) কাছে আবেদন জানাচ্ছি, আপনি দায়িত্ব নেন জাতীয় ঐক্যে করার জন্য। আপনি হন এর অগ্রনায়ক। আমরা আপনার দিকে তাকিয়ে আছি।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ভাসানী অনুসারী পরিষদের’ ব্যানারে জঙ্গিবাদ-উগ্রবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন জাফরুল্লাহ।

তিনি সরকারের উদ্দেশে বলেন, “দেশে উগ্রবাদ-সন্ত্রাসের এই সমস্যা একটি জাতীয় সমস্যা। একে দমন করতে হলে জনগণের কথা শুনতে হবে। তাদের কথা বলতে দিতে হবে।

জাফরুল্লাহ চৌধুরী (ফাইল ছবি)

“অমুককে রাস্তায় নামতে দেব, তমুককে নামতে দেব না, এসব বন্ধ করতে হবে। গণতন্ত্রকে স্বাভাবিক পথে চলতে দিতে হবে।”

জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের ব্যর্থতার সমালোচনা করে গুলশান হামলার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন তিনি।

মানববন্ধনে জাফরুল্লাহ ছাড়াও ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এজেডএম জাহিদ হোসেন, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাৎ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম বাবলু, সুলতান আলম মল্লিক প্রমুখ।