শোলাকিয়ায় হামলার নিন্দায় খালেদা
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2016 08:57 PM BdST Updated: 07 Jul 2016 08:57 PM BdST
শোলাকিয়া ঈদগাহের কাছে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আবারও জাতীয় ঐক্যের গুরুত্বও তুলে ধরেন তিনি।
খালেদা জিয়া বলেন, “গুলশানের সন্ত্রাসী ঘটনার সপ্তাহ পার না হতেই ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় রক্তাক্ত ঘটনা ঘটাল। এতে দুইজন পুলিশ সদস্য এবং ঝর্ণা রানী ভৌমিকসহ কয়েকজনের জীবন চলে গেল।
“ঝর্ণা রানী ভৌমিকের মতো নিরস্ত্র, নিরহ ও নিরাপরাধ মানুষকে যারা হত্যা করেছে তারা ভীরু ও কাপুরুষ। এরা মানবজাতির অগ্রগতির শত্রু। আমি এই হামলার ঘটনার নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।”
গত ১ জুলাই একদল অস্ত্রধারী ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২০ জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযনে জিম্মি সঙ্কটের সমাপ্তি ঘটে; সে সময় গুলিতে ছয় হামলাকারী নিহত হয় বলে পুলিশের ভাষ্য।

হামলায় দুই পুলিশ সদস্য নিহত হন। এরপর পুলিশের অভিযানে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়; নিজের বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন এক গৃহবধূ।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, “জনজীবনের সব কর্মকাণ্ড এখন আতঙ্কের মধ্যে সীমাবদ্ধ। সরকার শত চেষ্টা করেও তার ব্যর্থতা ঢাকা দিতে পারছে না।
“শুরু থেকে যথার্থ পদক্ষেপের মাধ্যমে এই কুপথগামী অন্ধশক্তির তৎপরতা রুখে দিতে পারলে এখন এত ভয়াবহ রূপ ধারণ করতে পারত না।”
সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আবারও জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, “আমি আবারও উদাত্ত কণ্ঠে বলছি, এই বর্বর অপশক্তিকে নির্মূল করতে বিভেদ-বিভাজনের পথ থেকে সরে এসে সবার একযোগে কাজ করতে হবে। মত ও পথের ভিন্নতা থাকবে, তথাপি জাতির এই সংকটকালে জনগণের ঐক্যের বিকল্প নাই।”
বিবৃতিতে শোলাকিয়া সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে, আহতদের আশু সুচিকিৎসার দাবি জানান খালেদা জিয়া।
“অসীম সাহসিকতার সঙ্গে সন্ত্রাসীদের মোকাবেলা করতে গিয়ে যে দুজন পুলিশ জীবন দিয়েছেন, তাদের প্রতি জানাই আমার গভীর শ্রদ্ধা। দায়িত্ব পালন করতে গিয়ে তাদের এই আত্মত্যাগ জাতি কোনোদিনই বিস্মৃত হবে না।”
-
মির্জা ফখরুলের ‘স্মৃতিভ্রংশ’ হচ্ছে কি না, সন্দেহ তথ্যমন্ত্রীর
-
চট্টগ্রাম সিটি ভোটকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি: আহমদ
-
ভেজাল টিকা দিয়ে দেখবে বিএনপি মরে না বাঁচে: রিজভী
-
রাষ্ট্র ও সরকার প্রধানসহ সব এমপিকে এক দিনে টিকা নেওয়ার আহ্বান চুন্নুর
-
ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
-
‘গণঅভ্যুত্থানের মাধ্যমে মহীরুহ রূপ পেয়েছে মুক্তিসংগ্রাম’
-
ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি তুললেন জাপার ফিরোজ
-
করোনাভাইরাসের টিকা যেন সবাই পায়: মির্জা ফখরুল
-
চট্টগ্রাম সিটি ভোটকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বিএনপি: আহমদ
-
মির্জা ফখরুলের ‘স্মৃতিভ্রংশ’ হচ্ছে কি না, সন্দেহ তথ্যমন্ত্রীর
-
ভেজাল টিকা দিয়ে দেখবে বিএনপি মরে না বাঁচে: রিজভী
-
রাষ্ট্র ও সরকার প্রধানসহ সব এমপিকে এক দিনে টিকা নেওয়ার আহ্বান চুন্নুর
-
‘গণঅভ্যুত্থানের মাধ্যমে মহীরুহ রূপ পেয়েছে মুক্তিসংগ্রাম’
-
ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- ‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, কৌতূহল সাকিবের
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- অস্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন সাকিব
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- তামিমকে ছাড়িয়ে সাকিব