বিক্ষোভ-গণপ্রতিরোধের ডাক ওয়ার্কার্স পার্টি-সিপিবির
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jul 2016 08:48 PM BdST Updated: 01 Aug 2016 12:48 AM BdST
ঢাকার গুলশানের ক্যাফেতে অস্ত্রধারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ওয়ার্কার্স পার্টি। একই ঘটনায় রোববার গণপ্রতিরোধের ডাক দিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
শনিবার এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় গুপ্তহত্যা, টার্গেট কিলিং-এর ধারাবাহিকতায় দেশি-বিদেশি ষড়যন্ত্রের আরেকটি বহিঃপ্রকাশ ঘটল গুলশান ২-এর একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী ও জঙ্গি আক্রমণ এবং জিম্মি করার ঘটনায়।
বিবৃতিতে বলা হয়, “সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী এই আক্রমণের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য ও লক্ষ্য প্রমাণ করেছে যে তারা মৌলবাদী সাম্প্রদায়িক সশস্ত্র রাজনীতির মধ্য দিয়ে সরকার ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করতে চায়।”
বিবৃতিতে রোববার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ হবে বলে জানানো হয়।
গুলশানের লেকের ধারে এই ক্যাফেটির খোলামেলা পরিবেশ বিদেশিদের কাছে বেশ প্রিয় ছিল। শুক্রবার জঙ্গিরা হানা দেওয়ার সময় ওই রেস্তোরাঁটিতে অনেক বিদেশি ছিলেন। এর মধ্যে দুই শ্রীলঙ্কান ও এক জাপানি বেঁচে যান।
বন্দুকধারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়া তারা ২০ জনকে গলা কেটে হত্যা করে, যাদের বেশিরভাগ বিদেশি।
শনিবার সকালে কমান্ডো অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ১৩ মিনিটের ওই অভিযানে তিন বিদেশিসহ ১৩ জন জিম্মিকে উদ্ধার এবং হামলাকারী ছয়জনকে হত্যা ও একজনকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, রাতেই ঘটনার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস।
হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান ও সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এই হামলা ও গুপ্তহত্যা আসলে দেশি-বিদেশি চক্রান্তেরই অংশ।
সিপিবি নেতারা অবিলম্বে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
-
নির্বাচন কমিশন আ. লীগের পোস্ট বক্স: রিজভী
-
ভোটকেন্দ্র দখল হলে বিএনপির ৪ প্রার্থী জিতল কীভাবে: কাদের
-
‘ডাকাতি’ করে ভোট নিয়ে গেল: ফখরুল
-
পৌর ভোট: দ্বিতীয় ধাপে ভোট পড়েছে ৬২%
-
বাকি চিনিকলগুলোও বন্ধের আয়োজন করছে সরকার: বাম জোট
-
নতুন নামে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ
-
করোনাভাইরাসের টিকা বিনামূল্যে বিতরণের দাবি
-
মুক্তিযুদ্ধের সূর্বণজয়ন্তী উদযাপনে বিদেশেও বিএনপির কমিটি
-
অভ্যন্তরীণ সন্ত্রাস নিয়ে যুক্তরাষ্ট্রের আরও মনোযোগী হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী
-
সিরাজগঞ্জে তারিকুল হত্যায় জড়িত যেই হোক, বিচার হবে: কাদের
-
শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ ৮ দাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
-
নির্বাচন কমিশন আ. লীগের পোস্ট বক্স: রিজভী
-
‘ডাকাতি’ করে ভোট নিয়ে গেল: ফখরুল
-
বাকি চিনিকলগুলোও বন্ধের আয়োজন করছে সরকার: বাম জোট
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ১২ মাসের বেতন না দিলে পরিষদ বাতিল: তাজুল
- তামিম-সাকিবদের জার্সিতে স্বাধীনতার স্মারক
- কোভিডের দ্বিতীয় ঢেউ: জাপানে আত্মহত্যা বেড়েছে ১৬ শতাংশ
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ