এবার মেজবান করবেন না নোমান

সরকারের ‘রোষানলের’র শিকার নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে এবার ঈদে মেজবান না করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2016, 03:57 PM
Updated : 29 June 2016, 03:57 PM

বুধবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে নিজের বাড়িতে এক মতবিনিময় অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদেরও একই পথ অনুসরণের আহ্বান জানান। 

বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান বলেন, “আমি প্রতিবছর ঈদের সময় যে মেজবান আয়োজন করি, এইবার সেটার পরিবর্তে মামলা-হামলার শিকার নেতাকর্মীদের পাশে সাধ্যমতো সহযোগিতা নিয়ে দাঁড়াব।”

তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই বিএনপি নেতা।

তিনি বলেন, পবিত্র রমজান মাসেও সরকার বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করে যাচ্ছে।  

“সরকারের পায়ের নিচে মাটি নাই, জনবিচ্ছিন্ন হয়ে গেছে। ক্ষমতা কুক্ষিগত করতে সরকার হাজার হাজার বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে যাচ্ছে।”

গ্রেপ্তার নেতাকর্মীদের ঈদের আগেই নিঃশর্ত মুক্তি দিতে সরকারকে দাবি জানান নোমান।

মতবিনিময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা এ এম নাজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, এম এ হালিম ও এম এ সবুর।