মুহাম্মাদ আলিকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার কথা স্মরণ খালেদার

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলির মৃত্যুতে শোক জানিয়ে জিয়াউর রহমানের শাসনকালে তাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার কথা স্মরণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2016, 10:09 AM
Updated : 5 June 2016, 10:14 AM

পারকিনসন রোগের সঙ্গে ৩২ বছর লড়াই করে যুক্তরাষ্ট্রের ফিনিক্সের একটি হাসপাতালে শুক্রবার মারা যান মুহাম্মাদ আলি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

তার মৃত্যুতে শোক জানিয় খালেদা জিয়া বলেন, “শান্তির সপক্ষে এই কিংবদন্তির আপসহীন সংগ্রাম আমাদের সকলের জন্য প্রেরণা হয়ে থাকবে।

“সমাজ কর্মে মুহাম্মাদ আলির নিঃস্বার্থ আত্মনিবেদন সকল মানুষের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্ণবাদ, যুদ্ধ ও রক্তপাতকে তিনি মনে-প্রাণে ঘৃণা করতেন এবং এর বিরুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় ও সোচ্চার।”

মুহাম্মাদ আলী ১৯৭৮ সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে বাংলাদেশ বাংলাদেশ সফর করেছিলেন।

খালেদা বলেন, “এই কিংবদন্তি মুষ্টিযোদ্ধাকে ১৯৭৮ সালে বাংলাদেশে নিয়ে এসে নাগরিকত্ব দিয়ে সন্মানিত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।”

সাবেক প্রধানমন্ত্রী খালেদা প্রয়াত মুষ্টিযোদ্ধার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।