মধ্যম আয়ের দেশে রূপান্তরের বাজেট: আ. লীগ
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 08:02 PM BdST Updated: 02 Jun 2016 11:25 PM BdST
নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘গণমুখী’ ও ‘উন্নয়নমূলক’ বলে অভিহিত করেছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট উপস্থাপন করার পরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া এসেছে।
২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বাজেট গণমুখী ও উন্নয়নমূলক। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে একটি যুগোপযুগী উন্নয়নমূলক বাজেট দেওয়া হয়েছে।”
“দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে তুলতে এই বাজেটে শিক্ষাখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তোলার জন্য শিল্পখাতও অগ্রাধিকার পেয়েছে।”
প্রস্তাবিত বাজেট বাংলাদেশের আপামর জনগণের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন আওয়ামী লীগের এই নেতা।
বাজেটের প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, “এই বাজেট একটি সময়োপযোগী, গণমুখী ও উন্নয়নমূলক বাজেট। এমন বাজেটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন।”
এদিকে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবের পর পরই বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
-
বিএনপি চাইলে ‘আগে টিকা দিতে সুপারিশ’ করবেন তথ্যমন্ত্রী
-
কোভিড-১৯ এর টিকার প্রয়োগেও সফল হবে সরকার: কাদের
-
যুবলীগ চেয়ারম্যন পরশ করোনাভাইরাসে আক্রান্ত
-
বিএনপির টিকা-সংশয়
-
বহুধাবিভক্ত মুক্তিযোদ্ধাদের এক প্ল্যাটফর্মে আনার আহ্বান ওবায়দুল কাদেরের
-
সঙ্কটকালে জিয়ার পথ ধরার আহ্বান ফখরুলের
-
‘জিয়ার পরিবারের এখন মানিই প্রব্লেম’
-
কোভিড-১৯: টিকা নিয়ে ফখরুলের সংশয়
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- বিশ্বকাপের পথে মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫