২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

একাত্তরের যে দিনে পাকিস্তানি পাকিস্তানি বাহিনী স্বাধীনতাকামী নিরীহ বাঙালিদের নিধনে নেমেছিল, সেই ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2016, 11:12 AM
Updated : 8 March 2016, 11:43 AM

যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর আপিলের রায়ের আগে তার মৃত্যুদণ্ড বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্যে তিনি এই দাবি তুলে ধরেন।

শাজাহান খান বলেন, “১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের উপর যে বর্বর হামলা করেছিল তা বাঙালি জাতি কখনও ভুলতে পারবে না। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবসের ঘোষণার দাবি জানাচ্ছি।”

এই দাবি আদায়ের লক্ষ্যে ২৫ মার্চ ঢাকার মানিক মিয়া এভিনিউতে সমাবেশের ঘোষণাও দেন ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ এর আহ্বায়ক শাজাহান খান। 

এই কর্মসূচি চলার মধ্যে আপিলের রায়ে জামায়াত নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ড বহালের খবর আসে।

আদালতকে ধন্যবাদ জানিয়ে শাজাহান খান বলেন, “সব প্রতিকূলতা দূর করে আদালত এদেশের গণমানুষের প্রত্যাশা বাস্তবায়ন করেছে।”

যুদ্ধপরাধীদের ‘ভি’ চিহ্ন দেখানোর প্রতিক্রিয়ায় আ্ওয়ামী লীগের এই নেতা বলেন, “এর দুটি অংশ থাকে একটি হল বিজয় আর অন্যটি হল ধ্বংস। ভ্যানিশ হয়ে গেছে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র, এভাবেই ধ্বংস হয়ে যাবে তারা।”