ওলামা লীগে কারা আনসারুল্লাহ?
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2015 08:46 PM BdST Updated: 22 Oct 2015 09:36 PM BdST
-
গত ১৭ অক্টোবর ওলামা লীগের মারামারির দৃশ্য। বোখারী ও শরীয়তপুরী নেতৃত্বাধীন অংশের দাবি, সেদিন হেলালী সমর্থকরা তাদের উপর হামলা চালায়
আওয়ামী ওলামা লীগের যে অংশকে আনসারুল্লাহ সংশ্লিষ্ট বলছে অন্যপক্ষ, তাদের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে ইলিয়াস হোসাইন বিন হেলালী ও দেলোয়ার হোসেন নেতৃত্বাধীন অংশটি অন্য অংশটির নেতাদের বিরুদ্ধে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ সংশ্লিষ্টতার অভিযোগ তোলে।
এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার আখতার হুসাইন বোখারী ও আবুল হাসান শেখ শরীয়তপুরী নেতৃত্বাধীন অংশটি এক বিবৃতিতে পাল্টা অন্য অংশের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন।
হেলালী নেতৃত্বাধীন অংশের ‘মিথ্যা অপবাদের’ প্রতিবাদ জানাতে এই বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে বলা হয়, “হেলালী আমাদের আনসারুল্লাহ বলায় প্রমাণিত হয়েছে সে নিজে আনসারুল্লাহর সদস্য। কারণ আনসারুল্লাহর সদস্যই কেবল আনসারুল্লাহর সদস্যকে চিনতে পারে। সে যদি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য না হয়, তাহলে চিনল কীভাবে?
“তাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার আনসারুল্লাহ জঙ্গি কানেকশন বের হয়ে আসবে।”
বাগেরহাটের হেলালীর বাবা একাত্তরে ‘রাজাকার’ ছিলেন বলেও দাবি করেছে বোখারী ও শরীয়তপুরী নেতৃত্বাধীন অংশ।
হেলালী নিজেদের ওলামা লীগের মূল ধারা দাবি করলেও বোখারী ও শরীয়তপুরী বলছেন, তারাই মূল ধারা।
“আইএস জঙ্গিসহ জামাত-যুদ্ধাপরাধী মৌলবাদীদের নিষিদ্ধের দাবিতে যতগুলো মানববন্ধন ও সংবাদ সম্মেলন আমরা করেছি, ওলামা লীগ দাবিকারী হেলালী তো তা করেনি।”
হেফাজত সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করে বোখারী ও শরীয়তপুরী বলেন, হেফাজতের আন্দোলনের সময় তারাই প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে মাঠে ছিলেন।
“তখন হেলালী কোথায় ছিল? সে তো এসব মিটিংয়ে, কর্মসূচিতে ছিল না। বরং সে-ই হেফাজতের সাথে আঁতাত করায় এসব কর্মসূচিতে হাজির হয়নি।”
“ট্রাক ড্রাইভার ও কিছু হেলপার, হাইজ্যাকার, পকেটমারকে নিয়ে কমিটি ঘোষণা করে সে এখন ওলামা লীগের স্বঘোষিত সভাপতি দাবি করে।”
ওলামা লীগের নামে এই দুই অংশ কাজ করলেও এই সংগঠনটি আওয়ামী লীগের স্বীকৃত সহযোগী সংগঠন নয়। তবে দলের বিভিন্ন কর্মসূচিতে ব্যানার নিয়ে এই সংগঠনটির নেতা-কর্মীদের অংশ নিতে দেখা যায়।
বিবদমান এই দুটি পক্ষ কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করতে গিয়ে মারামারিতে জড়ায়।
ওই মারামারির জন্য হেলালী নেতৃত্বাধীন অংশকে দায়ী করে বোখারী ও শরীয়তপুরী নেতৃত্বাধীন অংশ বলছে, ওই হামলার জন্য তারা শাহবাগ থানায় মামলা করেছেন।
-
ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
-
‘গণঅভ্যুত্থানের মাধ্যমে মহীরুহ রূপ পেয়েছে মুক্তিসংগ্রাম’
-
ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি তুললেন জাপার ফিরোজ
-
করোনাভাইরাসের টিকা যেন সবাই পায়: মির্জা ফখরুল
-
নিজের দলের এমপিদের নিয়ে সংসদে ফিরোজের ক্ষোভ
-
কোম্পানীগঞ্জে হরতাল প্রত্যাহার কাদের মির্জার
-
জিয়ার কাজ ছিল মানুষের ভাগ্য নিয়ে খেলা: প্রধানমন্ত্রী
-
এবার কোম্পানীগঞ্জে হরতালের ডাক দিলেন কাদের মির্জা
-
‘গণঅভ্যুত্থানের মাধ্যমে মহীরুহ রূপ পেয়েছে মুক্তিসংগ্রাম’
-
ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
-
করোনাভাইরাসের টিকা যেন সবাই পায়: মির্জা ফখরুল
-
ঘাতক দালাল নির্মূল কমিটি বন্ধের দাবি তুললেন জাপার ফিরোজ
-
নিজের দলের এমপিদের নিয়ে সংসদে ফিরোজের ক্ষোভ
-
ওবায়দুল কাদেরকে কটূক্তি: কোম্পানীগঞ্জে হরতালের ডাক কাদের মির্জার
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- তামিম তাকিয়ে আরও ১০ পয়েন্টে