পাপিয়ার মুক্তি চেয়ে ছেলে-মেয়েদের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন করে নাশকতার মামলায় কারাবন্দি বিএনপির সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফি পাপিয়ার মুক্তি চেয়েছেন তার তিন সন্তান।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 August 2015, 02:48 PM
Updated : 23 August 2015, 03:34 PM

রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাপিয়ার মেয়ে ‘এ’ লেভেলের শিক্ষার্থী নিশাত সাদিয়া রশিদ (সূচনা) বলেন, “চিকিৎসার জন্য বাবাকে দ্রুত বিদেশ নেওয়া উচিৎ। আমাদের একা রেখে তিনি বিদেশে যেতে পারছেন না।

“মা কারাগারে আছেন, বাবা বিদেশে চলে গেলে আমরা একা থাকব কীভাবে? আমরা মায়ের আদর থেকে বঞ্চিত হচ্ছি। প্লিজ আমাদের মাকে মুক্তি দিন।”

পাপিয়ার ‘ও’ লেভেল পড়ুয়া মেঝ ছেলে রিফাত রশিদ (অনন্যা) ও ছোট ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র রুবাইয়াৎ ইবনে হারুনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, ফাইল ছবি

পাপিয়ার স্বামী হারুনুর রশীদ বিএনপির সাংগঠনিক সম্পাদক।

রাজধানীর পল্টন, মিরপুর ও লালবাগ থানার নয়টি নাশকতার মামলায় বর্তমানে কারাগারে আছেন আসিফা আশরাফী পাপিয়া।

চলতি বছরের প্রথম তিন মাসে বিএনপি নেতৃত্বাধীন জোটের আন্দোলনের মধ্যে নাশকতা ও সহিংসতার ঘটনায় এসব মামলা দায়ের করা হয়। সবগুলো মামলাতেই হাই কোর্টের জামিনে ছিলেন পাপিয়া।

সেই জামিনের মেয়াদ শেষে ১৬ জুন তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে ফের জামিন চাইলে বিচারক তা নাকচ করে তাকে কারাগারে পাঠান।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও মাহবুবুল আলম ফরহাদসহ কয়েকজন আইনজীবী ছিলেন।