
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে ‘চাঁদাবাজি’, সবুজবাগের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীতে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজধানীতে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব।
কণ্ঠরোধের অভিযোগ উড়িয়ে দিয়ে টেলিভিশনে নানা টকশোতে সরকারের সমালোচনা করে নানা জনের বক্তব্যকে উদাহরণ হিসেবে দেখালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সবাই সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় বিএনপির নেতৃত্ব কোথায় প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের আমলে নির্বাচনের ইতিহাস এতই কলুষিত হয়েছে যে তাদের এ নিয়ে কথা বলার অধিকারই নেই।
রপ্তানির চেয়ে আমদানি ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি প্রবাসী আয় কমছে দাবি করে ‘দ্রুতই’ রিজার্ভও ফুরিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করে অর্থনীতিতে ‘অশনি সংকেত’ দেখা যাচ্ছে বলে জানিয়েছে বিএনপি।
“দেলোয়ার তো কোনো চাঁদাবাজ না, কোনো দুর্নীতি করে নাই। তাহলে নেতা বানাতে কী সমস্যা?” বলছেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জোরাল প্রতিবাদ না হওয়ায় দিকটি তুলে ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মুখের স্লোগান কাজে দেখানোর প্রত্যাশা জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
পরিকল্পনার সমস্যার কারণে ভরা মৌসুমেও চালের দাম বাড়ছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারসাজি করতে ব্যবসায়ী ও বড় কৃষকরা এখন ধান মজুদ করছেন।