সেখানে গিয়ে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সিনেমা উপভোগের পাশাপাশি নজরকাড়া পোশাক ও সাজে বিভিন্ন ছবি ফেইসবুকে শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।
Published : 16 May 2024, 09:02 PM
চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন ‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে প্রথমবারের মতো হাজির হয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
নিজের আগ্রহ থেকে কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা সরাসরি নিতে সেখানে গেছেন তিনি।
বাংলাদেশ সময় ১২ মে রাতে ভাবনা কানে পৌঁছেই ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘ফ্রম পুরান ঢাকা টু ফেস্টিভ্যাল ডি কান’।