নরসিংদীর পাঁচদোনার আলতাফ হোসেন। যিনি পৃথিবীতে আলোর মুখ দেখেছেন দুটি হাত ছাড়াই। তবে হাত না থাকলেও হারতে রাজি হননি তিনি। পা দিয়ে লিখে ডিগ্রি পাস করেছেন। এখন তারই গড়া ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডার গার্টেন স্কুল’ ছড়াচ্ছে আলো। যেটিকে তিনি গড়ে তুলতে চান উচ্চ বিদ্যালয় হিসেবে।
Published : 04 Jun 2024, 09:35 AM