স্যার, কিছু একটা করুন

>> ড. মুহম্মদ জাফর ইকবালবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2014, 03:41 PM
Updated : 28 May 2014, 03:41 PM
এই দেশের শিক্ষার্থীরা আমাকে শুধু একটা কথাই বলছে, “স্যার, কিছু একটা করেন!” আমি কী করব? যা করতে পারি, একটুখানি লেখালেখি– সেটা তো যথেষ্ট করেছি, কোনো লাভ হয়নি। এর আগের লেখায় কথা দিয়েছিলাম, যদি কিছুই করতে না পারি তাহলে অন্তত প্রতিবাদ হিসেবে একটা প্ল্যাকার্ড নিয়ে শহীদ মিনারে বসে থাকব।
তাই ঠিক করেছি, এই শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটা প্ল্যাকার্ড নিয়ে বসে থাকব (খুব আশা করছি তখন যেন আকাশ কালো হয়ে ঝমঝম করে বৃষ্টি পড়ে। বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে)। অপরাহ্নে আমাকে একটি সংগঠন পুরস্কার দেবে, তা না হলে সারাদিন বসে থাকতাম।
কেন আমি এটা করতে যাচ্ছি? না, আমি মোটেও আশা করছি না কিছু একটা হবে। যদি হওয়ার থাকত এতদিন হয়ে যেত। তবুও আমি আমার একান্ত ব্যক্তিগত এই প্রতিবাদটি করব আমার দেশের ছেলেমেয়েদের জন্যে।