ভাষার লড়াই দেশে দেশে

>> মুহাম্মদ হাবিবুর রহমানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Jan 2014, 05:44 PM
Updated : 11 Jan 2014, 05:44 PM

রাজার ধর্ম প্রজার ধর্ম। রাজার ভাষা প্রজার ভাষা। এমন কথা রাজতন্ত্রে সহজেই মেনে নেওয়া হয়। সেই কথা উচ্চারিত হয় উপনিবেশ প্রভুদের প্রাধান্য বিস্তারের তত্ত্বে। দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে প্রশ্ন ওঠে প্রজাতন্ত্রের প্রজার ভাষা রাষ্ট্র ভাষা হবে না? বাদ যাবে ঐক্যবাদ গণতন্ত্রের দাবি। এক দেশ এক ভাষা। সেই বাচনভঙ্গি কোনো কোনো সময় বিকৃত হয়ে আস্ফালন করে এক দেশ, এক জাতি, এক ধর্ম, এক নেতা। এই দৃষ্টিভঙ্গীর মাঝে অক্টোপাশের নিপীড়ন ক্ষুধা নিহিত রয়েছে। এই দৃষ্টি মানুষের মনে এক অপরাধ বোধের সৃষ্টি করে, আবার ক্ষোভেরও সৃষ্টি করে, লোকে যখন নিজের ভাষা বলতে লজ্জা পায়, বা লোকে যখন নিজের ভাষা ব্যবহার করতে বাধা পায়। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)