মুম্বাইয়ে ভারতীয় বিজ্ঞান সম্মেলনে এক আমন্ত্রিত বক্তার ৩০ মিনিটের বক্তৃতায় উপস্থিতি শ্রোতাদের ‘চক্ষু ছানাবড়া’ হয়ে গেছে। প্রাচীন ভারতের উড্ডয়ন প্র্রযুক্তি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
Published : 05 Jan 2015, 11:27 AM
রোববার সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি দাবী করেছেন, সাত হাজার বছর আগে বৈদিক যুগে এক ভারতীয় ঋষি প্রথম বিমান উদ্ভাবন করেছিলেন, সেই বিমান গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ করতে পারতো এবং যখন-তখন শূন্যে থেমে যেদিকে খুশি সেদিকে যেতে পারতো।
এই বক্তা বিমান চালনা প্রশিক্ষণ কেন্দ্রের সাবেক প্রিন্সিপাল ক্যাপ্টেন আনন্দ্ বোদাস বলেছেন, “ইতিহাসের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ভাষ্য আছে। প্রাতিষ্ঠানিক ইতিহাস শুধু বলে যে, ১৯০৩ সালে রাইট ভাইয়েরা প্রথম বিমান উড়িয়েছিলেন।”
বোদাসের বক্তৃতায় বিজ্ঞানের সঙ্গে পুরাণতত্ত্বকে মিশিয়ে ফেলা হয়েছে, আর তা মানুষকে বিভ্রান্ত করছে বলে আপত্তি তুলেছেন বিশ্বের দুশ’রও বেশি বিজ্ঞানী।
যুক্তরাষ্ট্রের নাসা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে এক অনলাইন পিটিশনে মুম্বাই বিজ্ঞান সম্মেলনের তালিকাভুক্ত ওই বক্তৃতাটি বাদ দেয়ার দাবী জানানো হয়েছে, আর এতে স্বাক্ষর করেছেন ওই বিজ্ঞানীরা।
এ বিষয়ে বোদাস বলেছেন, “আমি কোনো অনলাইন পিটিশনের কথা শুনিনি। এটি হাতে পাওয়ার পর তা নিয়ে ভাবা যাবে।”
সম্মেলনে উপস্থিত ভারতের পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভাদেকার বলেছেন, “প্রাচীন ভারতের বিজ্ঞান তত্ত্বগুলো তাৎক্ষণিক পর্যবেক্ষণ ও যুক্তির উপর প্রতিষ্ঠিত। এসব জ্ঞানকেও স্বীকৃতি দিতে হবে।”
ভারতীয় বিজ্ঞান সম্মেলনের ১০২ বছরের ইতিহাসে এবারই প্রথম “সংস্কৃতে প্রাচীন বিজ্ঞান” নামে একটি পর্ব শুরু করা হয়েছে। এই পর্বে প্রাচীন ভারতীয় উদ্ভিদবিজ্ঞান, যোগ’র স্নায়ুবিজ্ঞান, প্রাচীন ভারতীয় উড্ডয়ন প্রযুক্তি ও প্রাচীন ভারতীয় অস্ত্রোপচারসহ কয়েকটি বিষয়ে বক্তৃতা দেয়ার জন্য আটজন বক্তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।