মঙ্গলের কক্ষপথে ভারতের ‘মঙ্গলযান’
নিউজ ডেস্ক,
Published: 24 Sep 2014 02:43 PM BdST Updated: 25 Sep 2014 08:40 AM BdST
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে মঙ্গলের কক্ষপথে অনুসন্ধানী উপগ্রহ পাঠানোর অভিযানে সফল হয়েছে ভারত।
Related Stories
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘মঙ্গলযান’ নামের ওই রোবোটিক প্রোব বুধবার মঙ্গলের মধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করে সফলভাবে কক্ষপথে অবস্থান নেয়। শিগগিরই এই উপগ্রহটি লোহিত গ্রহ মঙ্গলের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ শুরু করবে এবং পৃথিবীতে ছবি পাঠাবে।
বুধবার ‘মঙ্গলযান’ যখন কক্ষপথে প্রবেশ করছে, ভারতের ব্যাঙ্গালুরুতে ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) নিয়ন্ত্রণ কক্ষে তখন টান টান উত্তেজনা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে উপস্থিত।
মঙ্গলের কক্ষপথে মঙ্গলযানের অবস্থান নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসে করতালিতে ফেটে পড়েন নিয়ন্ত্রণ কক্ষের সবাই।
মোদী বলেন, তার দেশের বিজ্ঞানীরা ‘প্রায় অসম্ভবকে’ সম্ভব করে ফেলেছে।
“পরিসংখ্যান আমাদের পক্ষে ছিল না। বিশ্বে এ ধরনের ৫১টি অভিযানের মধ্যে সফল হয়েছে মাত্র ২১টি। তবে আমরা পেরেছি।”
এর আগে কেবল যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়াই মঙ্গলের কক্ষপথে উপগ্রহ পাঠাতে সফল হয়েছে। তবে ভারতের সাফল্য এসেছে প্রথম চেষ্টাতেই; তাদের খরচও হয়েছে উল্লেখযোগ্য মাত্রায় কম।

মঙ্গলযানের সাফল্যে ভারতীয় স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশনকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার এক টুইটে বলা হয়, “মঙ্গলে পৌঁছানোয় ইসরোকে অভিনন্দন!”
অভিযান সংশ্নিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আজ সমগ্র ভারতের উচিত আমাদের বিজ্ঞানীদের অভিনন্দন জানানো। স্কুল, কলেজগুলোতেও এ বিজয় উদযাপন করা উচিৎ।”
মোদী বলেন, “আমাদের ক্রিকেট দল কোনো টুর্নামেন্টে জয় পেলে পুরো জাতি তা উদযাপন করে। আমাদের বিজ্ঞানীদের অর্জন তার চেয়েও বড়।”
এ অভিযানে ভারতের মোট ৭ কোটি ৪০ লাখ ডলার খরচ হয়েছে বলে জানা গেছে। বিশ্বের সবচেয়ে কম খরচের মঙ্গল অভিযান এটি।
ভারতের বিজ্ঞানীদের কাছে মঙ্গলযানের আনুষ্ঠানিক নাম মার্স অরবিটার মিশন (এমওএম)। ২০১৩ সালের ৫ নভেম্বর বঙ্গোপসাগরের উপকূলে শ্রীহরিকতা উৎক্ষেপণ কেন্দ্র থেকে এর যাত্রা শুরু হয়। ৬৭ কোটি কিলোমিটার পথ পেরিয়ে বুধবার সেটি মঙ্গলের কক্ষপথে পৌঁছায়।
-
কোভিড-১৯: ভারতে একদিনে রেকর্ড ১৭৬১ মৃত্যু, লকডাউনে বহু শহর
-
রাহুল গান্ধী করোনাভাইরাস পজিটিভ
-
কোভিড- ১৯: প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দেবে ভারত
-
গুতেরেসকে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান বানের
-
কোভিড-১৯: দিল্লিতে ৬ দিনের লকডাউন
-
কোভিড-১৯: ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু
-
পাকিস্তানে ইসলামি দলের হাতে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য জিম্মি
-
কোভিড-১৯: ভারতে একদিনে ১৫০১ মৃত্যু, আড়াই লাখের বেশি শনাক্ত
-
কোভিড-১৯: ভারতে একদিনে রেকর্ড ১৭৬১ মৃত্যু, লকডাউনে বহু শহর
-
রাহুল গান্ধী করোনাভাইরাস পজিটিভ
-
কোভিড- ১৯: প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দেবে ভারত
-
গুতেরেসকে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার আহ্বান বানের
-
কোভিড-১৯: দিল্লিতে ৬ দিনের লকডাউন
-
কোভিড-১৯: ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- ধোনির উপলব্ধি, তার কারণে হারতে পারত দল