সোমবার মধ্যপ্রদেশের ধর জেলার খালঘাট এলাকায় আগ্রা-মুম্বাইয় মহাসড়কের একটি সেতু থেকে বাসটি রেলিং ভেঙ্গে নর্মদা নদীতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
বাসটি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মহারাষ্ট্রের পুনে যাওয়ার পথে বৃষ্টিভেজা পিচ্ছিল সেতু থেকে ছিটকে পড়ে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।
এক টুইটে দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “জেলা প্রশাসনের টিম দুর্ঘটনাস্থলে উপস্থিত আছে। আহতদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”
কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল। জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে উপস্থিত আছে, উদ্ধারকাজ চলছে।
ওই এলাকায় ভারি বৃষ্টি সত্ত্বেও বাসটিকে নদী থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
দুর্ঘটনার কারণ জানা না গেলেও মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ব্রেক বা স্টিয়ারিং ফেল করার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।