চলতি বছরের মে-তে একাধিক জেলায় ব্যাপক বন্যা ও ভূমিধস দেখা আসাম এ মাসেও তুমুল বৃষ্টিপাতের কবলে পড়েছে।
Published : 16 Jun 2022, 04:39 PM
ভারতের উত্তরপূর্বের এ রাজ্যটিতে ভূমিধসে কেবল গত তিনদিনেই ৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
বৃহস্পতিবার গোলপাড়া শহরে তুমুল বর্ষণের পর সৃষ্ট ভূমিধসে বাড়ির পার্শ্বদেয়াল ভেঙে অপ্রাপ্তবয়স্ক দুই ভাইবোন জীবন্ত মাটিচাপা পড়ে। পরে ধ্বংসস্তূপ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ নিয়ে ভারতের উত্তরপূর্বের এ রাজ্যে চলতি বছর বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।
তুমুল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে জাতীয় মহাসড়ক ৬ এর অন্তর্গত মেঘালয়ের লামশনং থানার আওতাধীন কিছু অংশেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আসামের দিমা হাসাও জেলা প্রশাসন, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ ও রাজ্য গণপূর্ত বিভাগ জেলার ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের কাজ চালিয়ে গেলেও বৃষ্টিতে নতুন অনেক এলাকা প্লাবিত ও অসংখ্য সড়ক তলিয়ে গেছে।
গত কয়েকদিনের নিয়মিত বৃষ্টিতে বোরোলিয়া, পাগলাদিয়া ও মতুঙ্গা নদীতে পানির মাত্রাও বেড়ে গেছে।
বন্যার পানিতে একাধিক গ্রাম তলিয়ে যাওয়ায় তামুলপুর জেলায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে।