কোভিড জটিলতা নিয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী

ভারতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে তার দল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2022, 10:11 AM
Updated : 12 June 2022, 10:11 AM

তার অবস্থা স্থিতিশীল, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন, বলেছে তারা।

“কংগ্রেস সভাপতি শ্রীমতি সোনিয়া গান্ধী কোভিড সংক্রান্ত জটিলতা নিয়ে গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে রাখা হয়েছে। এ নিয়ে উদ্বেগ ও শুভকামনা জানানোয় কংগ্রেসের সদস্য ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানাচ্ছি আমরা,” রোববার এক টুইটে কংগ্রেসের মুখপাত্র রনদীপ সূর্যেওয়ালা এমনটা বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

চলতি মাসের শুরুতে ৭৫ বছর বয়সী সোনিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মেলে। পরদিন তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও ‘কোভিড পজিটিভ’ হওয়ার কথা জানান।

অর্থ পাচারের এক মামলায় সোনিয়া ও তার ছেলে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

প্রথমে সোনিয়াকে ৮ জুন হাজির হতে বলা হলেও, কোভিড আক্রান্ত কংগ্রেস সভাপতি সময় চাইলে হাজিরার তারিখ ২৩ জুন পুনর্নির্ধারণ করা হয়।

সোমবার রাহুলের হাজিরার দিন কংগ্রেস বড়সড় বিক্ষোভ করতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।